জাকসুতে ১০ ছাত্রী হলে ভোট পড়েছে ৬১ শতাংশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রীদের ১০টি হলে ৬১ শতাংশ ভোট পড়েছে। দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৩৯ শতাংশ ছাত্রী ভোট দেননি।
আজ সকাল নয়টা থেকে জাকসু ও ২১টি হলে হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়; চলে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে নানা কারণে কয়েকটি কেন্দ্রে নির্ধারিত সময়ের পরও ভোট গ্রহণ করা হয়।
জাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭৪২ জন। বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি আবাসিক হলের মধ্যে ছাত্রীদের ১০টি। জাকসু ও হল সংসদ নির্বাচনে এসব হলে মোট ভোট পড়েছে ৩ হাজার ৫১১টি। সে হিসাবে ছাত্রীদের মোট ভোটারের ৬১ দশমিক ১৪ শতাংশ ভোটার উপস্থিতি ছিলেন।
ছাত্রীদের ১০টি হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা ও বেগম সুফিয়া কামাল হলে হল সংসদের জন্য নির্বাচন হয়নি। তবে এ দুটি হলে শুধু জাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নওয়াব ফয়জুন্নেসা হলে ১৫টি পদের বিপরীতে মাত্র ছয় পদে ছয়জন মনোনয়ন জমা দিয়েছিলেন। বাকি পদগুলো শূন্য রয়েছে। এ ছাড়া সুফিয়া কামাল হলেও ১৫টি পদের মধ্যে মাত্র ১০টি পদে একজন করে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের প্রতিদ্বন্দ্বী না থাকায় হল দুটিতে হল সংসদের ভোট গ্রহণ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলে ২৮০টি ভোটের মধ্যে ১৩৭টি, জাহানারা ইমাম হলে ৩৬৭টির মধ্যে ২৪২টি, প্রীতিলতা হলে ৩৯৯টির মধ্যে ২৪৬টি, বেগম খালেদা জিয়া হলে ৪০৯টির মধ্যে ২৪৯টি, বেগম সুফিয়া কামাল হলে ৪৫৬টির মধ্যে ২৪৬টি, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯টির মধ্যে ২৮৯টি, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১টির মধ্যে ৩৩৮টি, রোকেয়া হলে ৯৫৫টির মধ্যে ৬৮০টি, ফজিলাতুন্নেছা হলে ৮০৩টির মধ্যে ৪৮৯টি এবং বীর প্রতীক তারামন বিবি হলে ৯৮৩টির মধ্যে ৫৯৫টি ভোট পড়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে