Views Bangladesh Logo

পিরোজপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

 VB  Desk

ভিবি ডেস্ক

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় ২০১৪ সালে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান রায় ঘোষণা করেন। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি আসামিরা পলাতক।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮) ও লিমা বেগম (২০)। দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন এমরান (২৮)। সকলেই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. ওয়ালিদ হাসান বাবু জানান, ছয়জনকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড হবে। অপর আসামি এমরানকে দুই বছরের কারাদণ্ড এবং ২,০০০ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাতের দিকে আবুল কালাম শরীফ (৫৫) আসামিদের বাড়ির পাশে দিয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ভাই হাকিম শরীফ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার ১১ জন আসামির মধ্যে দুইজন শিশু আদালতে প্রেরিত হয়েছে, একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে এবং একজন মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিনের সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনার পর আদালত এ রায় দেন।

রায় ঘোষণা সময় দুই আসামি সাফায়েত শরীফ ও হেপী বেগম আদালতে উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ