Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ২ দিনে ৬ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

চুয়াডাঙ্গায় অবৈধভাবে তৈরি ও বিক্রি হওয়া মদ পান করার পর ছয়জনের মৃত্যু হয়েছে। সদর থানার পুলিশ জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত করা গেছে।

তারা হলেন সদর উপজেলার শঙ্কর চন্দ্র গ্রামের লালটু (৪৫), শাহিদ মোল্লা (৫০), খাজুরা গ্রামের সোমির উদ্দিন (৫৫) ও সেলিম (৩৮), পিরোজখালী ইস্ট পাড়ার লালটু (৩৮) এবং খেদের আলী (৫৫)। তারা সবাই দিনমজুর।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, ১০ অক্টোবর এলাকায় একটি গোপন স্থানে ১০ থেকে ১২ জন বিষাক্ত মদ পান করেন। ১১ অক্টোবর স্থানীয়ভাবে তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। রোববার (১২ অক্টোবর) রাতে আরও তিনজন অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হন; তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়, একজন এখনো চিকিৎসাধীন।

ওসি খালেদুর রহমান বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে চারজনকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে; বাকি দুইজনকে অটোপসির জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পাশের বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদ বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত তদন্ত চলমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ