Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় কয়লার কলে বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সবাইকে রাত ৯টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—আতিকুর রহমান (৪২), তোরাব আলী (৫৫), ফেরদৌস (৩৫), তাজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫) ও নাহিদ হাসান (২২)।

সহকর্মী মোবারক হোসেন জানান, কয়লা পেষাই যন্ত্রে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এতে ছয় শ্রমিক দগ্ধ হন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে নাহিদ হাসানের ৪০ শতাংশ ও আতিকুর রহমানের ২৭ শতাংশ শরীর পুড়ে গেছে। কামাল হোসেনের ২৬ শতাংশ, তোরাব আলীর ১৬ শতাংশ, তাজুল ইসলামের ১২ শতাংশ এবং ফেরদৌসের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কয়লার কলে হঠাৎ বিস্ফোরণে আগুন ছিটকে শ্রমিকরা দগ্ধ হয়েছেন। তাদের সবাই চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিস্ফোরণে উত্তপ্ত কয়লা ছিটকে শ্রমিকরা দগ্ধ হয়েছেন।

তবে এ বিষয়ে বসুন্ধরা সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ