রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্টেশনের বাইরের সিগন্যাল এলাকায় একটি লাইন সেপারেটর প্লেট ভেঙে যাওয়ায় ইঞ্জিনের পরের চারটি বগিসহ মোট ছয়টি বগি লাইনচ্যুত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় দুই হাজার যাত্রীবাহী এ ট্রেনের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কয়েকজন যাত্রী মালপত্র হারানোর অভিযোগও করেছেন।
নুর বানু নামের এক যাত্রী জানান, তিনি বাথরুমে যাওয়ার আগে আসনে ব্যাগ রেখে যান। দুর্ঘটনার পর ফিরে এসে আর সেটি খুঁজে পাননি।
ঘটনার পর লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, লাইন পরিবর্তনের প্রায় ৩০০ গজ পরেই এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রংপুর-লালমনিরহাট রুটের সব আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, দোলঞ্চপা, কার্তয়া, পদ্মরাগ, রামসাগর কমিউটারসহ ১৯টি ট্রেনের যাতায়াত।
ফলে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাতেও আংশিকভাবে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রীদের ট্রেনের সময়সূচি সম্পর্কে সর্বশেষ তথ্য নেয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে