ইসিতে চতুর্থ দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫৩ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে চতুর্থ দিনে ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। এদিন মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি গ্রহণ করে ইসি।
ইসি সূত্র জানায়, বিভিন্ন কারণে ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া আপিলের বিরুদ্ধে দায়ের করা দুটি আপিল নামঞ্জুর করা হলেও সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকবে। সব মিলিয়ে এদিন ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে।
এর আগে সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হয়। বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে