অক্টোবরে সড়ক, রেল ও নৌপথে ৫২৮ জনের প্রাণহানি
গেলো অক্টোবর মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৩২টি দুর্ঘটনায় ৫২৮ জন নিহত এবং ১ হাজার ৩১০ জন আহত হয়েছেন।
বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
যাত্রী কল্যাণ সমিতি দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এ প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
প্রতিবেদন অনুযায়ী, শুধু সড়কপথেই ৪৬৯টি দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত ও ১ হাজার ২৮০ জন আহত হয়েছেন। রেলপথে ৫২টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ৩০ জন আহত হন, আর নৌপথে ১১টি দুর্ঘটনায় প্রাণ হারান ১২ জন; একজন এখনও নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনায় জড়িত ৭৭২টি যানবাহনের মধ্যে ২৫ দশমিক ৯০ শতাংশ মোটরসাইকেল, ২১ দশমিক ২৪ শতাংশ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান, ১৬ দশমিক ০৬ শতাংশ বাস, ১২ দশমিক ৮০ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৮ দশমিক ৪১ শতাংশ নছিমন, করিমন, মাহিন্দ্রা, ট্রাক্টর ও লেগুনা, ৪ দশমিক ২৭ শতাংশ সিএনজি অটোরিকশা এবং ৪ দশমিক ৭৯ শতাংশ কার, জিপ ও মাইক্রোবাস।
শুধু মোটরসাইকেল দুর্ঘটনাতেই ১৭০টি ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন।
প্রতিবেদনটি জানায়, মোট দুর্ঘটনার প্রায় অর্ধেক (৪৯ দশমিক ৮৯ শতাংশ) ঘটেছে গাড়ি চাপায়। মুখোমুখি সংঘর্ষ ২৫ দশমিক ১৫ শতাংশ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া ১৯ দশমিক ৬১ শতাংশ, বিবিধ কারণে ৪ দশমিক ৬৯ শতাংশ এবং ট্রেন-যানবাহন সংঘর্ষ ০ দশমিক ৬৩ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।
স্থানভেদে দেখা যায়, ৪২ দশমিক ৪৩ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ২৩ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৭ দশমিক ২৯ শতাংশ ফিডার রোডে, ৪ দশমিক ৬৯ শতাংশ ঢাকা মহানগরে, ১ দশমিক ২৭ শতাংশ চট্টগ্রাম মহানগরে এবং ০ দশমিক ৬৩ শতাংশ রেলক্রসিংয়ে ঘটেছে।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১২৬টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে—২০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে