ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক্স-এ দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি জানান, গত রোববার শ্রীভূমি জেলা থেকে নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশিকে আটক করা হয়। এরপর মঙ্গলবার একই জেলার সীমান্ত এলাকা থেকে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
শ্রীভূমি জেলা থেকে আটককৃতদের মধ্যে রোববার ৩০ জন, দক্ষিণ সালমারা-মানকাচার জেলা থেকে ৬ জন। পরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতায় তাদের সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
শর্মা এক্স-এ লিখেছেন, পৃথক দুটি ঘটনায় শ্রীভূমি সেক্টর থেকে আটক ২১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। এর মাধ্যমে অনুপ্রবেশবিরোধী কার্যক্রম আরও জোরদার হলো। রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত রাখবে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্রীভূমি সীমান্তে ঘোরাঘুরির সময় ওই বাংলাদেশিরা আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সম্প্রতি ভারতে প্রবেশ করেছিলেন।
দক্ষিণ সালমারা-মানকাচার জেলায় আটক ৬ জনের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং এক ও তিন বছরের দুই শিশু ছিল। জেলা জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টোকবি জানান, “তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে গুয়াহাটি আসেন। সেখান থেকে সড়কপথে সীমান্তের দিকে যাচ্ছিলেন। সীমান্ত পার হওয়ার আগেই পুলিশ তাদের আটক করে নিয়ম মেনে ফেরত পাঠানো হয়েছে।”
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো পরিবর্তন করছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ করছে। যেখানে তাদের থাকা উচিত, তারা সেখানেই ফেরত পাঠানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে