Views Bangladesh Logo

আরাকান আর্মির হাতে ৫১ বাংলাদেশি জেলে জিম্মি: বিজিবি

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির হাতে ৫১ জন বাংলাদেশি জেলে জিম্মি অবস্থায় আছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এই তথ্য জানান।

কর্নেল আহমেদ বলেন, ‘আরাকান আর্মির সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ নেই, তবে অনানুষ্ঠানিক যোগাযোগ সচল আছে। জিম্মি হওয়া জেলেদের মুক্তির জন্য এবং ভবিষ্যতে যাতে আর কোনো জেলে অপহৃত না হয়, তা নিশ্চিত করতে বিজিবি চাপ প্রয়োগ করছে।’

তিনি জেলেদের সতর্ক থাকতে এবং বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম না করার আহ্বান জানান।

তিনি বলেন, অসতর্কতা ও পাচারকারীদের প্ররোচনায় অনেক সময় জেলেরা বিদেশি জলসীমায় ঢুকে পড়ে এবং বিপদে পড়ে।

মিয়ানমারের চলমান সহিংসতার কারণে কিছু আহত এবং অরক্ষিত রোহিঙ্গাকে মানবিক কারণে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়েছে বলেও জানান কর্নেল আহমেদ।

তিনি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি, সীমান্ত ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে সরকার বিজিবিতে জনবল বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ