Views Bangladesh Logo

দুর্গাপূজা উপহার হিসেবে ভারতে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুঁড়া চাল

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল ভারতের উদ্দেশ্যে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আখাউড়া স্থলবন্দর হয়ে চালের এই চালানটি পাঠানো হয়।

  সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চালবোঝাই একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এই চালানটি ভারতের বিশিষ্ট ব্যক্তিদের উপহার হিসেবে বিতরণ করবে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। 'চাষি' ব্র্যান্ডের এ চাল দিনেই কাস্টমস পার হয়ে যায় সিএন্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে।

'এটি বাংলাদেশ জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির হাইকমিশন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে এটি বিতরণ করবে,' বলেন সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রজিব ভূঁইয়া।

আখাউড়া স্থলবন্দর কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং কোনো বিলম্ব ছাড়াই চালান ছাড়পত্র দেয়া হয়েছে।

প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। দুই দেশই নিয়মিত সাংস্কৃতিক ও প্রতীকী উপহার বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ