Views Bangladesh Logo

পাথর ছোঁড়ার অভিযোগে ৫ শিক্ষক আটক: ডিসি মাসুদ

জাতীয় প্রেস ক্লাবের সামনে বর্ধিত বাড়ি ভাড়ার দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া এক দল শিক্ষককে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) এই ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, পাথর ছোঁড়ার অভিযোগে পাঁচজন শিক্ষককে আটক করা হয়েছে। বেশিরভাগ শিক্ষককে শহীদ মিনারে যেতে রাজি করানো হয়েছে।

মাসুদ আলম বলেন, “অধিকাংশ শিক্ষক শহীদ মিনারে চলে গেছেন। যারা যেতে রাজি হননি এবং পাথর ছুড়েছেন, তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি, বরং তারা পুলিশের হেফাজতে আছেন। শিক্ষক নেতাদের মাধ্যমে তাদের পরিচয় যাচাই করার পর তাদের ছেড়ে দেও হবে।”

ডিসি জোর দিয়ে বলেন, যে শিক্ষকদের বিরুদ্ধে মামলা করার কোনো উদ্দেশ্য পুলিশের নেই। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল জনগণের চলাচল স্বাভাবিক রাখা। আমরা শিক্ষকদেরকে শহীদ মিনারে তাদের কর্মসূচি চালিয়ে যেতে রাজি করিয়েছি। তবে একটি ছোট দল প্রেস ক্লাবে থেকে যাওয়ায় আমরা এলাকাটি খালি করে দিয়েছিলাম। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

পূর্ব ঘোষণা অনুযায়ী, সারা দেশ থেকে আসা হাজারো এমপিওভুক্ত শিক্ষক সকাল ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরে তারা অর্থ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং পরে আবার প্রেস ক্লাবে ফিরে আসেন। বেশিরভাগ শিক্ষক শহীদ মিনারে যেতে সম্মত হলেও একটি অংশ বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য সেখানেই থেকে যায়। এরপর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ বাকী বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

ডিসি মাসুদ আলম বলেন, “প্রেস ক্লাবের সামনের এই অবরোধ পুরো শহরকে প্রভাবিত করে এবং জনগণের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধীরে ধীরে ভিড় সরিয়ে দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ