ময়মনসিংহে কলেজছাত্র হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন
ময়মনসিংহে কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিজ ডায়মন্ড। তাদের মধ্যে খোরশেদ পলাতক।
আদালত পুলিশের পরিদর্শক পীরজাদা প্রসূন কান্তি দাস জানান, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আদালত পাঁচ আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাদ্দাম ও পাভেল নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জানুয়ারি রাত ১১টার দিকে শহরের পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় মোবাইলে কথা বলছিলেন আনন্দ মোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল। সে সময় একদল ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খলিল তাদের ধাওয়া করলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত খলিলের বোন জামাই সারোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে