Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

 VB  Desk

ভিবি ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক এলাকায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

দগ্ধদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন মানব চৌধুরী, তার স্ত্রী বাচা ও তাদের তিন সন্তান মৌরি, মুন্নি ও তিন্নি। সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন মানব চৌধুরী; তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। বাচা ৪৫ শতাংশ, মৌরি ৩৬ শতাংশ, মুন্নি ২৮ শতাংশ এবং তিন্নি ২২ শতাংশ দগ্ধ হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ