Views Bangladesh Logo

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান দগ্ধ হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮) এবং তাদের তিন সন্তান- রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)। তবে চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে রিপন ও রোকনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ, তামিমের ৪২ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ ও এক বছরের শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ