Views Bangladesh Logo

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

 VB  Desk

ভিবি ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আজ সকাল থেকে দিনভর থেমে থেমে এ সংঘর্ষ ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর সংঘর্ষ থামলেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবতই সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ ও শান্ত গ্রুপের সংঘর্ষ চলে আসছিলো। একই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেও দুইপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, ঘটনাস্থলে বর্তমানে পুলিশ রয়েছে। এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ