লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৫
লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিপন হোসেন (৩৫), মাজেদ হোসেন (৩৮), সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামের মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪) এবং নওগাঁ জেলার আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০)।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান। পরে বাসটি খাল থেকে তোলা হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়েজুল আজিম নোমান জানান, নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। তবে দুর্ঘটনার পর থেকে চালক ও হেলপারের খোঁজ পাওয়া যাচ্ছে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে