Views Bangladesh Logo

চবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গ্রেপ্তার ৫

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনের কাছে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর ও লাঞ্ছনার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে হাটহাজারী থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইলিয়াস ফারুক (৪০), সুমন (২৯), ইশতিয়াক আহমেদ (২২), রাশেদ (৩০) ও আবু তাহের (৫৫)। তারা সবাই হাটহাজারীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় আপ্যায়ন রেস্টুরেন্ট দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও তার ভাই ইকবাল বাহিনীর লোকজন হামলা ও ভাঙচুর করে। একই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকেও মারধর করা হয়। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে হাটহাজারী থানায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ