Views Bangladesh Logo

৫ বাংলাদেশিকে বড়লেখা সীমান্ত দিয়ে ফেরত পাঠালো বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাটু সীমান্তের কুমারশাইল এলাকা দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

সিলেটে অবস্থিত বিজিবির ৫২ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ জুলাই) ভোরে কুমারশাইল সীমান্ত এলাকায় চারজন পুরুষ ও একজন নারীকে ঘোরাফেরা করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কাজের সন্ধানে তারা গত এক সপ্তাহের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে বৃহস্পতিবার রাতেই বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। আটক ব্যক্তিরা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি তাদের পরিচয় যাচাই করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ