Views Bangladesh Logo

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৫ বাংলাদেশি আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ জুলাই) সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের কাসমীর মণ্ডল (৪০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯) ও আখের আলী গাজী (৪৩), এবং ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের চন্দন মণ্ডল (২২)।

বিজিবি জানিয়েছে, আটককৃতরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সীমান্তে টহলের সময় তাদের আটক করা হয় এবং পরে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হবে। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ