নারায়ণগঞ্জে আবর্জনার স্তূপে ৫ ব্যাগ জাতীয় পরিচয়পত্র উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের কাছে আবর্জনার স্তূপ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড, পোলিং অফিসার কার্ড ও নির্বাচনী সিল ভর্তি পাঁচটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের হেফাজতে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি সাদা গাড়ি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ওই এলাকায় এসে ব্যাগগুলো ফেলে চলে যায়।ষড়যন্ত্র সন্দেহে স্থানীয়রা ব্যাগগুলো খুলে ভেতরে হাজার হাজার জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট নির্বাচনী উপকরণ দেখতে পান।
স্থানীয়রা পরে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে ফেসবুকে আপলোড দিলে দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) তারিক আল মেহেদী জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, নির্বাচনী উপকরণগুলো গাজীপুর সদর থেকে এসেছে। দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।
অতিরিক্ত জেলা নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান বলেন, ‘উদ্ধার হওয়া সব কার্ড গাজীপুর সদর এলাকার। এগুলো আমাদের এখানকার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডগুলো পুরোনো এবং পরিত্যক্ত। এগুলো স্মার্টকার্ড নয়। কীভাবে এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে