উত্তরায় র্যাব সেজে ডাকাতি: গ্রেপ্তার ৫, উদ্ধার ১ কোটি টাকা
উত্তরায় র্যাব সদস্য সেজে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা এবং ব্যবহৃত গাড়িও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ডিএমপি মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার (১৯ জুন) এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং অনুষ্ঠিত হবে। ডাকাতির ঘটনাটি ঘটে গত শনিবার (১৪ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে। ওই সময় আব্দুল খালেক নয়ন নামের এক স্থানীয় ডিস্ট্রিবিউশন অফিসের ম্যানেজিং ডিরেক্টরের বাসা (বাড়ি-৩৭, রোড-১২, সেক্টর-১৩) থেকে প্রায় ১ কোটি ২২ লাখ টাকা দুটি ব্যাগে করে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন চারজন কর্মচারী। তাদের গন্তব্য ছিল একই সেক্টরের রোড-১৩ তে অবস্থিত ক্যাশ ডিস্ট্রিবিউশন অফিস (বাড়ি-৪৯)।
তারা রোড-১৩-এর বাড়ি-৩৭-এর কাছে পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া দুটি কালো হাইএস মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এরপর ৮ থেকে ১০ জন অস্ত্রধারী ব্যক্তি, যারা র্যাবের টুপি পরে ও নিজেদের র্যাব পরিচয় দিয়ে, অস্ত্রের মুখে টাকা ভর্তি ব্যাগ দুটি ছিনিয়ে নেয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে