Views Bangladesh Logo

উত্তরায় র‌্যাব সেজে ডাকাতি: গ্রেপ্তার ৫, উদ্ধার ১ কোটি টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তরায় র‍্যাব সদস্য সেজে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা এবং ব্যবহৃত গাড়িও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ডিএমপি মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার (১৯ জুন) এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং অনুষ্ঠিত হবে। ডাকাতির ঘটনাটি ঘটে গত শনিবার (১৪ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে। ওই সময় আব্দুল খালেক নয়ন নামের এক স্থানীয় ডিস্ট্রিবিউশন অফিসের ম্যানেজিং ডিরেক্টরের বাসা (বাড়ি-৩৭, রোড-১২, সেক্টর-১৩) থেকে প্রায় ১ কোটি ২২ লাখ টাকা দুটি ব্যাগে করে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন চারজন কর্মচারী। তাদের গন্তব্য ছিল একই সেক্টরের রোড-১৩ তে অবস্থিত ক্যাশ ডিস্ট্রিবিউশন অফিস (বাড়ি-৪৯)।

তারা রোড-১৩-এর বাড়ি-৩৭-এর কাছে পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া দুটি কালো হাইএস মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এরপর ৮ থেকে ১০ জন অস্ত্রধারী ব্যক্তি, যারা র‌্যাবের টুপি পরে ও নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে, অস্ত্রের মুখে টাকা ভর্তি ব্যাগ দুটি ছিনিয়ে নেয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ