একযোগে বদলি এনবিআরের ৪৯ কর্মকর্তা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার এবং ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুরের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য ছিলেন এবং সম্প্রতি এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলি একটি নিয়মিত প্রক্রিয়া হলেও একসঙ্গে এত সংখ্যক কর্মকর্তার বদলি নজরকাড়া ঘটনা। এর আগে আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে এনবিআরের ২৭ জন কর্মকর্তা বরখাস্ত হন, ১৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান চালাচ্ছে এবং কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বদলি হওয়া ২৫ জন অতিরিক্ত কমিশনার হলেন:
মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া, ড. মোহাম্মদ তাজুল ইসলাম, ড. মো. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা মোহাম্মদ আমিনুল ইহসান, মোহাম্মদ মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. মিলন শেখ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. জিয়াউর রহমান খান, মো. রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, মোছা. শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মোহাম্মদ মাহবুব হাসান, নুসরাত জাহান, মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ ও কামনাশীষ।
আর ২৪ জন যুগ্ম কমিশনারের তালিকায় রয়েছেন:
মোহাম্মদ ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সালাউদ্দিন রিজভী, মো. মিজানুর রহমান, মো. পায়েল পাশা, মো. নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, মো. শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, মোহাম্মদ নাহিদুন্নবী, মো. খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, মো. রিয়াজুল ইসলাম, মো. পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, মো. সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক ও ছৈয়দুল আলম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে