Views Bangladesh Logo

দুর্গাপূজায় ৪৯ ঘটনায় গ্রেপ্তার ১৯: আইজিপি

শারদীয় দুর্গাপূজায় সারাদেশে ছোট-বড় মিলিয়ে মোট ৪৯টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় দায়ের হওয়া ১৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পূজা উপলক্ষে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সারাদেশে ৩১ হাজার ৬০৬টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অঘটন ঘটেনি।

পুলিশের তথ্যমতে, পূজা মণ্ডপে সংঘটিত এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলা হয়েছে এবং আরও কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

কিছু ঘটনার উদাহরণ তুলে ধরে আইজিপি জানান, চট্টগ্রামে জামায়াত কর্মী পরিচয় দিয়ে হামলার চেষ্টা করা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরে জানা গেছে তিনি জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট নন। এছাড়া মণ্ডপের গেটের কাপড় ছিঁড়ে ফেলা, প্রতিমা বাতাসে পড়ে গিয়ে ভাঙা—এমন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জিডি করা হয়েছে, প্রয়োজনে মামলা হবে।

পাহাড়ের ঘটনায় প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, “এটি মূলত ধর্ষণের অভিযোগ থেকে শুরু। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে এত বড় ইস্যু কেন বানানো হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ