Views Bangladesh Logo

৪৮তম বিসিএসের ফল প্রকাশ, ৩১২০ জনকে নিয়োগের সুপারিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান। তিনি জানান, এই বিসিএসে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ৪৮তম বিসিএসের লিখিত (বিশেষ) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়। এই বিশেষ পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। এরপর ২১ জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন। এদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ