৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু, অনিয়মে বাতিল হবে প্রার্থিতা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষাটি চলবে দুপুর ১২টা পর্যন্ত। এবার এই পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।
এবারের বিসিএস পরীক্ষায় যে কোনো ধরনের অসদুপায় রোধে কঠোর অবস্থানে রয়েছে পিএসসি। কমিশনের নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টার মধ্যে সকল পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। প্রবেশকালে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রবেশপত্রের তথ্য ও ছবি হাজিরা তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। পরীক্ষায় কোনো ধরনের অসদাচরণ বা অনিয়ম অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে প্রার্থীর আবেদন বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, গহনা কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবেশকালে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হচ্ছে। কেউ যদি নিষিদ্ধ জিনিসপত্রসহ ধরা পড়ে বা নকল করার চেষ্টা করে, তবে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ব্যাপারে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি শহরে এমসিকিউ টাইপের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র চারটি সেটে ভাগ করা হয়েছে। একজন পরীক্ষার্থী যে সেটের উত্তরপত্র পাবেন, তাকে একই সেটের প্রশ্নপত্র সরবরাহ করা হবে।
২০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে কোনো পরীক্ষার্থীকে কক্ষ ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না।
এদিকে দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। অন্য ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট করে বাড়তি সময় পাবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এতে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদে ২০১টি শূন্যপদ ছিল। সব মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছিল গত ১০ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে