৪৭তম বিসিএস প্রার্থীদের মিছিলে পুলিশের বাধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি স্থগিত করার দাবিতে মিছিল করার চেষ্টা করা প্রার্থীদের পুলিশ বাধাগ্রস্ত করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পুলিশ তাদের আটকালে, প্রার্থীরা সেখানে অবস্থান ধর্মঘট পালন করেন।
প্রার্থীরা জানিয়েছেন, আগের বিসিএস ব্যাচগুলোকে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছরের সময় দেওয়া হতো। কিন্তু এবার প্রিলিমিনারি ফলাফলের মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই এত কম সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন এবং অযৌক্তিক।
প্রার্থীরা আরও জানিয়েছেন, আন্দোলনের সময় পিএসসির চেয়ারম্যানের আচরণ তাদের কাছে ‘তানাশাহি’ মনে হয়েছে। তারা ঘোষণা করেছেন, যদি তাদের দাবি পূরণ না করা হয়, তারা সড়কে আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া তারা পিএসসিকে কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা দিয়েছেন, যার মধ্যে পরীক্ষা স্থগিতকরণও অন্তর্ভুক্ত থাকবে, ২৭ নভেম্বরের আগে। প্রার্থীরা পিএসসি চেয়ারম্যানের পদত্যাগেরও দাবি জানিয়েছেন।
৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে সমান্তরালভাবে অনুষ্ঠিত হবে। প্রযুক্তি ও পেশাজীবী পদ সম্পর্কিত পরীক্ষাগুলো ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা এ বছর ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট ৩,৭৪,৭৪৭ জন প্রার্থী অংশ নেন, যাদের মধ্যে ১০,৬৪৪ জন উত্তীর্ণ হন। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসি ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে