৪৭তম বিসিএস: পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে । এতে ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।
পুলিশ ওয়াটার ক্যানন ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবুও পরীক্ষার্থীরা অবস্থান ধরে রাখে। ফলে শাহবাগে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিকেলে পরীক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে মিছিল নিয়ে রওনা হন। শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় পরীক্ষার্থীরা সড়কে বসে অবস্থান শুরু করেন।
পরীক্ষার্থীরা দাবি করেন, পুলিশের ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে শাহবাগ থানার ওসি খালেদ মনসুরও পরীক্ষার্থীদের নিক্ষেপ করা ইটের আঘাতে আহত হন।
ওসি খালেদ মনসুর বলেন, পরীক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। “আমিও আহত হয়েছি। তারা এখনো চারুকলা অনুষদের সামনে সড়ক দখলে রেখেছে।”
পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবেদন, মিছিল, সড়ক অবরোধ ও অনশনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেললাইন এবং ঢাকা–আরিচা মহাসড়কও অবরোধ করেছেন। পরীক্ষার তারিখ পেছানো না হলে তা বর্জনের হুমকিও দিয়েছেন।
তাদের অভিযোগ, আগের বিসিএস পরীক্ষাগুলোর ক্ষেত্রে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হতো, কিন্তু এবার সময় খুবই কম। বিষয়টিকে অযৌক্তিক দাবি করে তারা পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় বাড়ানোর দাবি জানান।
পাবলিক সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাসসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে