Views Bangladesh Logo

৪৫তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৮০৭ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।

বুধবার রাতে পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশ করে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪–এর ১৭ নম্বর বিধির অধীনে ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

৪৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ৩০৯টি শূন্য পদ থাকলেও আপাতত ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের উদ্দেশ্যে সাময়িকভাবে মনোনীত করেছে পিএসসি।


এদিকে দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা।

যদিও পরীক্ষা পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন, অবরোধ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন পরীক্ষার্থীরা৷ সবশেষ গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ