Views Bangladesh Logo

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবি ৪৫ প্রবাসী বাংলাদেশি সংগঠনের

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, সুইডেনসহ বিভিন্ন দেশের ৪৫টি প্রবাসী বাংলাদেশি সংগঠন। যৌথ বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার অবমাননাকর মন্তব্য অবিলম্বে প্রত্যাহার ও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে সংগঠনগুলো।

অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক এন্ড রিলিজিয়াস মাইনওরিটিজ ইন বাংলাদেশ লিমিটেডের পরিচালক শর্মিষ্ঠা সাহার পাঠানো বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দুর্গাপূজায় মদ-গাজার আসর বসানো যাবে না’। তাদের দাবি, ‘এ বক্তব্য জাতিসংঘের আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির (আইসিসিপিআর) ২০(২) অনুচ্ছেদের পরিপন্থি। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় বিদ্বেষমূলক প্রচারণা যা বৈষম্য, শত্রুতা বা সহিংসতায় প্ররোচনা দেয়, তা নিষিদ্ধ করবে রাষ্ট্র’।

বিবৃতিতে উত্থাপিত চার দফা দাবির অন্যগুলো হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমা না চাইলে তাকে অব্যাহতি দেবে ও এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থাকবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সারা দেশে দুর্গাপূজার নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা সুরক্ষায় প্রতিশ্রুতি রক্ষা করবে। ভবিষ্যতে কোনো ধর্মীয় উৎসব বা আচার-অনুষ্ঠানকে সরকারি বক্তব্যের মাধ্যমে অবমাননা বা সীমাবদ্ধ করা হবে না। একই সঙ্গে হিন্দুসহ সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংগঠনগুলো বিবৃতিতে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রায় দেড় কোটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে তিনি শুধু হিন্দুধর্মকেই অপমান করেননি, বরং দেশের নাজুক সাম্প্রদায়িক সম্প্রীতিকেও মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বাংলাদেশ ও বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে এবং দুর্গাপূজার মতো পবিত্র উৎসবকে ‘মদ-গাজা’র সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকর বার্তা দিয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ, কমনওয়েলথ ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন এ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশকে আন্তর্জাতিক আইন অনুসারে হিন্দুসহ সব সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় বাধ্যবাধকতা পালনে তাগিদ দেন।

বিবৃতিতে বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার প্রতি অবিচল সংহতি পুনর্ব্যক্ত করে বহুত্ববাদ, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদার মূল্যবোধ রক্ষারও প্রত্যয় ব্যক্ত করেছে প্রবাসী সংগঠনগুলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ