Views Bangladesh Logo

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ বিকেলে

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ সোমবার (৩০ জুন) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করতে যাচ্ছে। ফলাফল বিকেলের দিকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

এর আগে চূড়ান্ত সুপারিশে প্রায় ৪০০টি অতিরিক্ত ক্যাডার পদের প্রস্তাব দেয়া হলেও উপদেষ্টা পরিষদ তা অনুমোদন করেনি। ফলে শুরুতে বিজ্ঞপ্তিতে যেসব পদ ছিল, কেবল সেগুলোর ভিত্তিতেই নিয়োগ সুপারিশ করা হবে।

পিএসসি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত পদ বাড়ানোর প্রস্তাব পাঠালেও উপদেষ্টা পরিষদ সেটি অনুমোদন না করে ভবিষ্যতের বিসিএস—যেমন ৪৯তম বিসিএসে এই বাড়তি পদ অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে।

২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের কথা জানানো হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি পদ ছিল শিক্ষা ক্যাডারে—৭৭৬টি। এরপর প্রশাসন (২৫০), পুলিশ (৫০), পররাষ্ট্র (১০), আনসার (১৪), অডিট ও অ্যাকাউন্টস (৩০) এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে (২৭টি) পদ ছিল।

প্রার্থীদের আজ বিকেলে পিএসসির ওয়েবসাইটে ফলাফল দেখতে পরামর্শ দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ