হজে গিয়ে ৪৪ বাংলাদেশি হাজির মৃত্যু
পবিত্র হজ পালনে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী।
মঙ্গলবার (৮ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে মক্কায় ২৬, মদিনায় ১৪, জেদ্দায় ৩ এবং আরাফায় ১ জন মৃত্যুবরণ করেন।
গত ৫ জুন হজ অনুষ্ঠিত হয়। ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন। এখন পর্যন্ত বিমানের ৯৮টি ফ্লাইটে ৩৪ হাজার ৮ হাজি, সৌদি এয়ারলাইন্সের ৭৪টি ফ্লাইটে ২৬ হাজার ৬৮৩, ফ্লাইনাসের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৮৮ এবং অন্যান্য এয়ারলাইন্সে ৫ হাজার ৬৮৯ জন দেশে ফিরেছেন।
এবার বাংলাদেশি হজযাত্রী ছিলেন ৮৭ হাজার ১৫৭ জন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন হাজি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে