দুর্গাপূজার নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের দুই হাজার ৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্ত ও পাহাড়ি এলাকার এক হাজার ৪১১টিকে বিজিবির নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের ৪৪১টি এবং চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের ৬৯৪টি পূজামণ্ডপেও বিজিবি মোতায়েন করা হয়েছে।
সংবেদনশীল এলাকায় শান্তি বজায় রাখতে ২৪টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপিত হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে গোয়েন্দা নজরদারি জোরদার এবং বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে।
নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে বিজিবি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে