Views Bangladesh Logo

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন মানুষ নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৮২ জন। নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৭ জন শিশু রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ। পথচারী নিহতের সংখ্যা ১১২ জন (২৬.৮৫ শতাংশ), আর যানচালক ও সহকারী হিসেবে ৫৬ জন মারা গেছেন।

নিহতদের মধ্যে ৪৯ জন শিক্ষার্থী, ১৮ জন ব্যবসায়ী, ৯ জন বিক্রয় প্রতিনিধি, ৭ জন শিক্ষক, ৬ জন রাজনৈতিক নেতাকর্মী বা ইউনিয়ন পরিষদের সদস্য এবং ৩ জন সাংবাদিক ছিলেন।

ভৌগোলিকভাবে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এখানে ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন প্রাণ হারিয়েছেন। চট্টগ্রামে দুর্ঘটনার হার ২৪ শতাংশ এবং রাজশাহীতে ১৮.৮৩ শতাংশ। বরিশালে সবচেয়ে কম, ১৪ জন নিহত।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৬ জন নিখোঁজ এবং ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

ফাউন্ডেশন ১১টি প্রধান দুর্ঘটনার কারণ চিহ্নিত করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য— ত্রুটিপূর্ণ যানবাহন, খারাপ সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক, অসংগঠিত কর্মঘণ্টা ও বেতন এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা।

দুর্ঘটনা রোধে ফাউন্ডেশন সুপারিশ করেছে— দক্ষ চালক তৈরির উদ্যোগ, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন নিশ্চিতকরণ, মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ, রোড ডিভাইডার স্থাপন এবং গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ