Views Bangladesh Logo

ফেনীতে ৪০৬ মিলিমিটার বৃষ্টি, মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে

 VB  Desk

ভিবি ডেস্ক

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। টানা বর্ষণ এবং ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকালে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকাল ৪টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে বইছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, গত দুই দিন ধরে ফেনী জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২-৩ দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

অতিবৃষ্টিতে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ী, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার নিচু সড়ক। দোকানপাট ও ঘরে পানি ঢুকে মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে দ্রুত পানি নেমে যাবে। ইতোমধ্যে পৌরসভার সাতটি টিম জলাবদ্ধতা নিরসনে কাজ করছে বলে তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ