ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা (বডিক্যাম) কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে।
যদিও এর জন্য নির্দিষ্ট ব্যয়ের পরিমাণ উল্লেখ করেননি উপদেষ্টা। তিনি জানান, এর জন্য কয়েক শ কোটি টাকা প্রয়োজন হবে।
এর আগে গত ৯ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বডি ক্যামেরা কেনার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরদিন প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়, দ্রুত বডিক্যাম কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওই পোস্টে জানানো হয়েছিল যে, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী এবং ফয়েজ আহমেদ তাইয়েব উপস্থিত ছিলেন। সে সময় প্রধান উপদেষ্টা দ্রুত বডিক্যাম কেনার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে এর সঠিক ব্যবহারের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন।
ফয়েজ আহমেদ তাইয়েব জানান, ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ডিভাইসগুলো হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তাকে জোরদার করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে