নির্বাচনের আগেই চার হাজার এএসআই নিয়োগ: মোখলেসুর রহমান
জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেসুর রহমান জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে পুলিশের চার হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ করা হবে। তাদের ৫০ শতাংশ সরাসরি নিয়োগ ও বাকিদের পদোন্নতি দেয়া হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন ঘিরে কোনো অনিশ্চয়তা নেই। গত তিনটি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে মাঠ প্রশাসন পুনর্গঠন ও প্রস্তুত করা হবে।
ড. মোখলেসুর রহমান জোর দিয়ে বলেন, নির্বাচন প্রক্রিয়া চলাকালে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে। কোনো কর্মকর্তা যেন কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব না দেখান, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে এই ব্যবস্থাগুলো বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে