Views Bangladesh Logo

অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে ৪০ বিচারবহির্ভূত হত্যা: অধিকার

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে গত ১৩ মাসে অন্তত ৪০ জন বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার। ২০২৪ সালের ৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ঘটেছে ১১টি হত্যা।

৩০ অক্টোবর প্রকাশিত সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অধিকার জানিয়েছে, দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তিন দিন পর, ৮ আগস্ট, অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

অধিকার-এর তথ্য অনুযায়ী, এই ১৩ মাসে বিচারবহির্ভূত হত্যার ৪০টি ঘটনার মধ্যে ১৯ জনকে গুলি করে, ১৪ জনকে নির্যাতন করে এবং সাতজনকে হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়। শুধু জুলাই-সেপ্টেম্বর সময়কালে নিহত ১১ জনের মধ্যে সাতজনকে হত্যা করেছে যৌথ বাহিনী, তিনজনকে পুলিশ এবং একজনকে সেনা সদস্যদের হাতে নিহত বলে অভিযোগ উঠেছে।

এই সময়ে অন্তত ২৭ জন কারাগারে মারা গেছেন। ফলে অন্তর্বর্তী সরকারের সময়কালে কারাগারে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে অন্তত ৩৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরেই নিহত হন ১০ জন। এছাড়া গত মে মাস থেকে ভারত বিভিন্ন সীমান্তপথে অন্তত ২ হাজার ৩৩৩ জন বাংলাদেশিকে দেশে ঠেলে দিয়েছে।

অধিকার জানায়, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৪৬ জন নিহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। একই সময়ে ৬৮৭ নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন—এর মধ্যে ১৮৮টি ঘটনা ঘটেছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়কালে ১৫৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৪৫টি ঘটনা ঘটেছে ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ