জেনেভা ক্যাম্প অভিযানে ৪০ জন আটক
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করেছে। এ অভিযানে টার্গেট করা হয় মাদক ব্যবসায়ী, অস্ত্র সরবরাহকারী এবং পেট্রোল বোমা মজুতকারীদের।
শনিবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে রোববার ভোর পর্যন্ত চলা এই অভিযানে ৮টি পেট্রোল বোমা, ২টি মলোটভ ককটেল, ৬টি সামুরাই তরবারি, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
রোববার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান সাংবাদিকদের জানান, জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডের আখড়া হিসেবে পরিচিত। তিনি বলেন, 'আমরা নিয়মিত এখানে অভিযান চালাই মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য।'
অভিযানে ১২০ জন পুলিশ সদস্য অংশ নেন। অভিযান মূলত মাদক ব্যবসায়ী, বিক্রেতা, অস্ত্র সরবরাহকারী ও বিস্ফোরক মজুতকারীদের ওপর কেন্দ্রিত ছিল। ডিসি মিজান জানান, 'আটক ব্যক্তিদের অনেকেই কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল, পিচ্চি রাজা ও চুয়া সেলিমের সহযোগী। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে, যাদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।'
অভিযানে উদ্ধার হওয়া পেট্রোল বোমাগুলো ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিষ্ক্রিয় করে। ডিসি মিজান বলেন, 'পুলিশ মাদক নিয়ন্ত্রণে সক্ষম হলেও সম্পূর্ণ নির্মূল করা কঠিন। ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চাই।'
তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুরে অপরাধ প্রবণতা বেড়েছে, অনেক পলাতক অপরাধী ফিরেছে। 'গত ছয় থেকে সাত মাসে ৩ হাজারের বেশি অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। আমাদের অভিযান চলমান এবং আমরা পরিস্থিতি আরও উন্নত করতে আশাবাদী,' বলেন ডিসি মিজান।
ডিএমপি জেনেভা ক্যাম্পে অপরাধ দমনে ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে