Views Bangladesh Logo

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান।

জানা গেছে, এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রবি বুনার্জী (২০) নামে আরেক তরুণকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে যাদের আনা হয়েছিল, তারা সবাই মৃত অবস্থায় ছিল। পরে রবি বুনার্জীকে নিয়ে এলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমদ ফয়সল জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত চলছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ