সচিবালয় থেকে ৪ কর্মচারী পুলিশি হেফাজতে
সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে চলমান আন্দোলনের মধ্য থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের হেফাজতে নেয় পুলিশ।
হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী নিজামুদ্দিন এবং পরিচয় না পাওয়া আরও একজন।
এর আগে গতকাল ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনরত কর্মচারীরা নজিরবিহীনভাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন। আজ বিকেল ৩টার দিকে দাবি মেনে সরকারি আদেশ (জিও) জারি করা হবে বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করা হয়। এই ধারাবাহিকতায় বিকেলে সচিবালয়ের বাদামতলায় জড়ো হন কর্মচারীরা।
এ ঘটনায় সচিবালয়ে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় ও বাদামতলা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে