গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির জনসভা শেষ হওয়ার পরপরই একদল লোক দলীয় নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা করে। একাধিক দিক থেকে তারা এনসিপি নেতাকর্মী ও পুলিশের গাড়িবহর ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে প্রতিক্রিয়া জানায়। পরে এনসিপি নেতাকর্মীরা তাদের গাড়ির গতিপথ ঘুরিয়ে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশ্রয় নেন বলে জানা গেছে।
দুপুর ২টার পর পৌর পার্ক এলাকায় খোলা মঞ্চে এনসিপির জনসভা শুরু হয়। তবে অনুষ্ঠান শুরুর আগেই, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জ পৌরপার্কে সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে। এতে মঞ্চ ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে