জাকসু নির্বাচন বর্জন করল প্রগতিশীলদের চার প্যানেল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল। তারা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে চারটি প্যানেলের পক্ষ থেকে এই বর্জনের ঘোষণা দেন শরণ এহসান। এ সময় তার ঘোষণার সঙ্গে সংহতি জানায় ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), সাংস্কৃতিক জোট ও ইন্ডেজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সমর্থিত 'সম্প্রীতির ঐক্য' প্যানেল, ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট 'সংশপ্তক পর্ষদ', স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল 'স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ' এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) প্যানেল।
উল্লেখ্য, আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। তবে একটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বেশী থাকায় সেখানে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি পদে ভোটগ্রহণ করা হয়।
এদিকে নির্বাচনের অর্ধেক সময় পার হওয়ার পর কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ ছাড়াও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপিপন্থি ৩ শিক্ষক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে