Views Bangladesh Logo

দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

দিনাজপুরের কাহারোল উপজেলায় মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে দিনাজপুর- দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মর্জিনা বেগম, তানজিমা বেগম, সাদিয়া ও শাম্মী আক্তার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী ওয়াকা পরিবহনের একটি মেইল বাস নশিপুর এলাকায় পৌঁছে বেপরোয়া গতিতে কমলপুর থেকে কান্তনগর মেলায় যাত্রী বহনকারী একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নুরুজ্জামান বলেন,'মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলে তিনজন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।'

তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় আনা হচ্ছে এবং ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ