যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুরের একটি বাসায় এসি বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দগ্ধরা হলেন, ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের বাড়ির ৭ম তলার ভাড়াটে মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন আর তার স্ত্রী গৃহিণী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনার পর আশেপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে তাদের উদ্ধার ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, ওই বাসায় পরিবারের চার সদস্যই থাকেন। রাতে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় বাসার এসি বিস্ফোরিত হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই দগ্ধ হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে