Views Bangladesh Logo

কর্মস্থলে অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

ণঅভ্যুত্থানের পর কর্মস্থলে অনুপস্থিত হয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ছুটি ছাড়াই নিরুদ্দেশ হওয়া এমন আরও চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির সহকারী কমিশনার মো. গোলাম রুহানী এবং মিরপুর ট্রাফিক জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পুলিশ বাহিনীতে ভাঙনের ধারা শুরু হয়। কেউ কেউ কর্মস্থলে যোগ না দিয়ে আত্মগোপনে চলে যান, কেউ নিখোঁজ হন ছুটি ছাড়াই। এ পর্যন্ত অনুপস্থিতির অভিযোগে বরখাস্ত হয়েছেন ২১ জন পুলিশ কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী তারা “অসদাচরণ” ও “পলায়নের” অভিযোগে অভিযুক্ত। তবে বরখাস্তকালীন সময়ে নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ