ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১২২ জনের মৃত্যু এবং ৩১ হাজার ৪৭৬ জন ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ৫৬৮ জনের মধ্যে ঢাকার বিভিন্ন সিটিতে ২৬৩ জন এবং অন্যান্য বিভাগে ৩০৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসেই সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন— ১০ হাজার ৪৯৬ জন। এ মাসে মৃত্যুও বেশি, এখন পর্যন্ত ৩৯ জন।
গত বছর (২০২৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১১ জন। তবে রেকর্ড সংক্রমণ হয়েছিল ২০২৩ সালে, যখন হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে