ঢাকায় এসিসি'র সভা বর্জন করেছে চার দেশ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আসন্ন সভা থেকে সরে দাঁড়িয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। কারণ হিসেবে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিকে উল্লেখ করা হয়েছে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে জানানো হয়, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং বর্তমান এসিসি সভাপতি মহসিন নাকভিকে জানিয়েছে—তারা ঢাকায় আয়োজিত সভায় অংশ নিচ্ছে না। প্রতিবেদনে বলা হয়, ভারত-বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের সিদ্ধান্তের পর শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানও একই পথ অনুসরণ করে। এসব বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগকে ঢাকায় না যাওয়ার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। এমনকি ভারতীয় জাতীয় দলের আসন্ন বাংলাদেশ সফরও স্থগিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই সভাটি ছিল এশিয়া কাপ ২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মঞ্চ। বিশেষ করে আসন্ন সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টের আয়োজন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এই বৈঠকে। তবে প্রধান চারটি দেশের অনুপস্থিতি সভার গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বর্তমানে এসিসির সভাপতির দায়িত্বে রয়েছেন। তাঁর সভাপতিত্বে এই সভার আয়োজনের পরিকল্পনা করা হলেও, বড় চার দেশের অনুপস্থিতি পুরো আয়োজনকেই অনিশ্চয়তার মুখে ফেলেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে