টাঙ্গাইলে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহতাবস্থায় পিকআপে থাকা দুজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার থানা হেফাজতে রাখা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে