কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলার বোরচালা এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতরা একই পরিবারের সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা থেকে কালিয়াকৈরের দিকে আসা একটি অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে মাওনা চৌরাস্তা সংলগ্ন একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরগাঁত এলাকায় বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে