Views Bangladesh Logo

গাজীপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুর এলাকায় কয়েকজন তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সাংবাদিকসহ চারজনকে মারধর করেছে বখাটেরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিমপুর থানার আওতাধীন কেপিজে স্পেশালাইজড হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স (৩৫) ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি। আহত অন্যরা হলেন—সাইদুর রহমান (৩৫), ইয়াসিন আহমেদ (৩৬) ও শরিফুল ইসলাম (৩৫)। তারা সবাই কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রুবেলের ডান হাত ভেঙে গেছে। সাইদুরের মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

আহত রুবেল আহমেদ সাংবাদিকদের জানান, তিনি নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন। এ সময় কেপিজে হাসপাতালের পাশের একটি মাঠে দুই-তিনজন তরুণীকে উত্ত্যক্ত করছিল এক যুবক। তিনি এগিয়ে গিয়ে জানতে চান কেন মেয়েদের বিরক্ত করা হচ্ছে। তখন ওই যুবকসহ ২৫-৩০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে রুবেল ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, আহতরা তাৎক্ষণিক কেপিজে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হামলাকারীরা সেখানে গিয়েও তাদের জোরপূর্বক বের করে নেয়ার চেষ্টা করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা গেট বন্ধ করে দিয়ে তাদের রক্ষা করেন। পরে কাশিমপুর ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলার জন্য স্থানীয় ব্যক্তি রিমেল ও তার অনুসারীদের দায়ী করেন রুবেল।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ